পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় মাইক্রোবাস- মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো: সোহেল নবী ওরফে হৃদয় (২২) নামের এক মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ১.৩০ মিনিটে রেলওয়েস্টেশন থেকে দেওটুকোণ যাওয়া পথে ছোছাউড়া দর্জিবাড়ির সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা নয়ানিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সূত্রে জানা যায়, মো: সোহেল নবী ওরফে হৃদয় মোটরসাইকেল আরোহী হয়ে দেওটুকোণ বাজার হতে পূর্বধলা আসার পথে এবং মাইক্রোবাস পূর্বধলা রেলওয়ে স্টেশন হতে দেওটুকোণ যাওয়া পথে ছোছাউড়া পাকা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হৃদয় গুরুতর আহত হলে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় ।অবস্থা অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করে পূর্বধলা থানা পুলিশ। আটককৃত চালক মো: আক্তার হোসেন(২২) ময়মনসিংহ সদরের সুনাম উদ্দিনের ছেলে। মাইক্রোবাসের রেজি নং- ঢাকা মেট্রো চ ১৩-৫৭০৮।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাইক্রোবাসসহ ড্রাইভার কে আটক করা হয়েছে।