কে. এম. সাখাওয়াত হোসেন : “লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এই শ্লোগানে নেত্রকোনা ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক দুই অভিযোগকারী পুরস্কিত হলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার সকালে অভিযোগকারীদেরকে এ পুরস্কারের অর্থ তুলে দেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনার সহকারি পরিচালক মো. শাহ আলম জানান, নেত্রকোনা মহুয়া কমিউটার ট্রেনের টিকিটের মূল্য ৮০ টাকার বিপরীতে একশত নেয়ার অভিযোগ করেন একজন ভোক্তা। পরে গত মঙ্গলবার শুনানি শেষে অভিযুক্ত মেসার্স টি এম ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ওই প্রতিষ্ঠানের বুকিং ক্লার্ক রফিকুল ইসলাম জরিমানার অর্থ পরিশোধ করেন এবং পরবর্তীতে এ বিষয়ে সচেতন থাকার অঙ্গীকারও করেন।
এছাড়া বারহাট্টা রোডের মেসার্স মামুন মেশিনারিজের বিরুদ্ধে অপর একটি অভিযোগে ৬০ টাকার নাট ১০০ টাকায় বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসব আদায়কৃত জরিমানার অর্থের ২৫ শতাংশ টাকা এক অভিযোগকারীকে দুই হাজার ৫০০ ও আরেক অভিযোগকারীকে ৫০০ টাকা পুরস্কিত করা হয়েছে বলে তিনি জানান।
এ সময় নেত্রকোনা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. শাহ আলম আরও জানান, নেত্রকোনা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে কেউ ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রমানসহ নিম্মোক্ত ঠিকানায় অভিযোগ করার পরামর্শ দেন।
নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের ২৩৯ নং কক্ষ। হটলাইন-১৬১২১। ইমেইল ad-netrokona@dncrp.gov.bd