”কুয়াশার মতো বিলীন হবো”
সালমা বেগ
জানি একদিন ফিরে আসবে।
যুগযুগ ধরে কতো প্রিয় নাম ধরে
তোমায় আবৃত্তি করেছি
তোমার বাঁশির সুর শুনবো বলে,
রাত-দিন অপেক্ষা করেছি
জনহীন প্রান্তরে।
নাই বা হলাম রাধা
জানি আমি তোমার হৃদয়ে গাথা।
যে সুর আমায় আকুল করে দেয়,
যে সুর শোনার জন্য আমি রাত-দিন গুনি
সেই সুর শুনবো বলে-
সকাল-সন্ধ্যা,মাঝ রাত অবধি
ঘাসের গালিচায় শরীর এলিয়ে
অপেক্ষা করি।
একদিন আমি তোমাতেই-
নিজেকে আবিষ্কার করেছিলাম,
সকালের কুয়াশার মতো-
আবার আমি তোমাতেই বিলীন হবো।
পৃথিবী দেখবে-
আমি বিহনে তোমার চোখে
ক-ফোঁটা অশ্রু ঝরে।
এর পর হয়তো কদম ফোটা
অনেক বর্ষনের রাত আসবে।
স্নিগ্ধ জলধারা তোমায় রাখবে-
আচ্ছন্ন করে।
কিন্তু তুমি আমায় আর পাবে না।
স্মৃতির নোট বই ছাড়া
তোমার কাছে কিছুই থাকবে না।
পাবে না আমার স্পর্শে –
শরীর কাঁপানো শিহরণ।
তুমি হবে সিদ্ধ-পুরুষ।