মদন থেকে মো. সাকের খান : নেত্রকোনা মদন পৌর সদরের মদন বাজার নিজ বাসা থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি সহ তিন জনকে ২১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১ ঘটিকায় সাবেক ছাত্রলীগ সভাপতি সুজন কে ও সোমবার ২১ সেপ্টেম্বর সকালে ওয়ার্ড যুবলীগ নেতা কে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া তাদেরকে আটক করে মদন থানা পুলিশ ।
আটককৃতরা হচ্ছেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নাজমুল হুদা সুজন (৪৫) সম্পদ পাল (৩৫) ওয়ার্ড যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক সাত্তার মিয়া (৩৫) সবার বাড়ী মদন উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হুদা সুজন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সে ক্ষমতাকে অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। রোববার রাতে তার নিজ বাসা থেকে ১২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী সম্পদ পাল কেউ আটক করা হয়েছে। সাবেক এ ছাত্র নেতার বিরুদ্ধে মদন থানায় আরও ১০টি মাদক মামলা রয়েছে। সম্পদ পাল সে উপজেলার পৌর সদরের তিন নাম্বার ওয়ার্ডের ফচিকা গ্রামের সুবল চন্দ্র পালের ছেলে।
এছাড়াও সাত্তার মিয়াকে ৯০ পিচ ইয়াবাসহ থানার কাছে থেকে আটক করা হয়েছে। সে মদন পৌর সদরের তিন নাম্বার ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারন সম্পাদক ও মৃত তোতা মিয়ার ছেলে। যুবলীগ নেতার বিরুদ্ধে মদন তানায মাদক সেবনে তিনটি মামলা রয়েছে।
এ ব্যাপারে মদন থানার ওসি আহম্মেদ কবীর হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।