মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোণার পূর্বধলায় অপহরণের ৭ দিন পর নুপুর আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৮) সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানীর জিগাতলা বউবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সে উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।
সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ১২ সেপ্টেম্বর দুপুরে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে তাকে একই গ্রামের আলম মিয়ার ছেলে সাগর (১৬) নামের এক ছেলে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে (১২ সেপ্টেম্বর) পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে শুক্রবার ভোর রাতে এজহার ভূক্ত আসামী সাগর মিয়া ও বাবা-মাকে পুলিশ গ্রেফতার করে থানা হেফাজতে রাখে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, থানায় মামলা হলে এজহারভুক্ত সাগর মিয়া এবং তার মা-বাবাকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। পরে শনিবার গ্রেফতারকৃত সাগর মিয়াকে নেত্রকোণা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন অপহরণ মামলায় গ্রেফতার কৃত আসামি সাগর মিয়া কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিমকে মেডিকেল ও জবানবন্দির জন্য নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।