”কোনদিন জানবে না”
“”সালমা বেগ””
কখন যে আমার ভালোবাসা গুলো
ভরে দিয়েছি তোমার হৃদয়ের বাক্সে,
নিজেও জানি না।
তুমি এতো মনোযোগহীন।
এই আশংকায় কাঁপে আমার হৃদয়।
মন বলছে,
তুমি হয়তো তোমার হৃদয় খুলে দেখবেও না,
কি আছে এতে।
ভালোবাসাকে ভুল দ্রব্য ভেবে
হয়তো দেবে ফেলে।
এই ভালোবাসা কতোটা প্রাকৃতিক,
মায়াবী তাও হয়তো কোনদিন জানবে না।
ভালোবেসে যতবার তোমায় আঁকি,
আমার হৃদয়ের গভীরে
ততোবার ফোঁটে ফুল আমার হৃদয়ে।