কে. এম. সাখাওয়াত হোসেন : মাছ ধরার জাল পাততে গিয়ে নদীতে জামাল মিয়া (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আমগড়া নামক এলাকায় মহাদেও নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটেছে।
নিখোঁজ জামাল মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাল দিয়ে মাছ ধরতে দুই ভাই বাড়ির কাছে মহাদেও নদীতে যায়। জালের এক প্রান্ত ধরে নিখোঁজ জামাল মিয়া নিজ গ্রামের পাড় থেকে অপর পাড়ের দিকে যান। ছোট ভাই রুবেল মিয়া জালের অপর প্রান্ত ধরে এপারেই থাকে। জাল পেতে ফিরে আসার সময় জামাল মিয়া এপারে আসতে পারেন নি। এ দিকে ছোট ভাই রুবেল মিয়া বড় ভাইকে পাড়ে আসতে দেরী দেখে চিৎকার করতে থাকেন। তার চিৎকারে এলাকাবাসী নিখোঁজ জামাল মিয়াকে উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজের সত্যতা নিশ্চিত করে রংছাতি ইউনিয়নের চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, ঘটনাস্থলেই রয়েছি। নিখোঁজকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে বলে তিনি জানান।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কাদেরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলের দিকে ছুটে গেছে এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।