কে. এম. সাখাওয়াত হোসেন : রাতের আঁধারে কে বা কারা বাসার দেয়াল ডিঙ্গিয়ে বাগানে অনুপ্রবেশ করে প্রায় ৪০টি বিভিন্ন জাতের ফলের গাছ ভেঙ্গে ফেলেছে। এ ন্যাক্কার জনক ঘটনাটি ঘটেছে নেত্রকোনা পৌরসভার হোসেনপুর গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়িতে।
বাড়ির মালিক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, কারো সাথে আমার তেমন কোন শত্রুতা নেই। তারপরও গত মঙ্গলবার রাতের আঁধারে কে বা কারা আমার বাসার দেয়াল ডিঙ্গিয়ে বাগানে অনুপ্রবেশ করে অনেক গুলো পেঁপে গাছ, লিচু গাছ, আম গাছ, আমলকী গাছ, মেহগনি গাছ ভেঙে ফেলে রেখে যায়। যে বা যারা এই কাজটা করছে তার খুব খারাপ কাজ করেছে। আমি এ ব্যাপারে থানায় একটি জিডি করেছি। আশা করি পুলিশ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন।