পূর্বময় ডেস্ক :
দেশের গুণী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত। এরইমধ্যে ৫০টি ছবি পরিচালনা করেছেন তিনি। পরিচালকের পাশাপাশি চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও অভিনেতা হিসেবেও তার খ্যাতি রয়েছে। সর্বশেষ চলতি বছর তার পরিচালনায় মুক্তি পায় ‘বীর’ ছবিটি। শাকিব খান ও বুবলী অভিনীত ছবিটি বেশ দর্শক প্রশংসাও কুড়ায়। এরপর কিছুদিন পরই করোনার কারণে চলচ্চিত্র অনেকটাই থমকে যায়। তবে কিছুদিন আগেই সিনেমার কাজ আবার শুরু হয়েছে। আর বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য সুখবর হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াত তার নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন।
তার ৫১ তম এ ছবির নাম ‘যোগ্য সন্তান’। এরইমধ্যে এ ছবির ঘোষণা দিয়েছেন তিনি। এ ছবিতে অভিনয় করবেন শান্ত খান ও দিঘী। কাজী হায়াত বলেন, করোনার মধ্যেও সিনেমা সংশ্লিষ্টরা বসে নেই। যে যার মতো করে কাজ গোছাচ্ছে। আমিও আগামী মাস থেকেই নতুন ছবির কাজ শুরু করছি। শাপলা মিডিয়ার ব্যানারে আমার এই ৫১ তম ছবির কাজ শুরু করছি। ‘যোগ্য সন্তান’ ছবিটি আমারই লেখা। শান্ত ও দিঘী নতুন জুটি। তাদের নিয়ে আপনার প্রত্যাশা কেমন? কাজী হায়াত বলেন, আমি বরাবরই নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছ্বন্দ্যবোধ করি। কারণ নতুনদের মধ্যে চলচ্চিত্রে শতভাগ দেয়ার চেষ্টা বেশি থাকে। কারণ তাদের অন্য দিকে সময় দিতে হয় না। একটা আগ্রহ ও প্যাশন কাজ করে। খুব ভালো কিছু করার চেষ্টাই থাকবে আমাদের। চলতি সময়ের চলচ্চিত্র নিয়ে কাজী হায়াত বলেন, করোনার কারণে আমরা কয়েক মাস পিছিয়ে গেছি। এই সময়ে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তবে এটা সমগ্র বিশ্বেই হয়েছে। তবে এখন ধীরে ধীরে যে ক্ষতিটা হয়েছে কাজ দিয়ে সেটা পুষিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। এদিকে কাজী হায়াত পুত্র চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে নিউইয়র্কে রয়েছেন স্ত্রীসহ। নতুন খবর হলো এরইমধ্যে নিজের পরিচালনায় প্রথম ছবির কাজ সেখানে শুরু করেছেন তিনি। বিষয়টি নিয়ে কাজী হায়াত বলেন, দুদিন আগেই মারুফের এই ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবির মহরত ভিডিও কনফারেন্সে হয়। আমি কনফারেন্সের মাধ্যমে মহরতের কেক কেটেছি ও প্রথম শর্ট ওকে করেছি। এই ছবিতে নায়ক হিসেবে থাকছে কাজী মারুফ ও নায়িকা হিসেবে থাকছে নুসরাত। নুসরাত নিউইয়র্ক প্রবাসী একজন অভিনেত্রী। এ ছবিটি বাংলা ও ইংরেজি ভার্সনে তৈরি হচ্ছে। ছেলের প্রথম পরিচালনা বিষয়ে কাজী হায়াত বলেন, কাজী মারুফ একজন অভিনেতা। অনেক ছবি করেছে সে। তাছাড়া সে আমার ছেলে। আমার নির্মান অনেক কাছ থেকে দেখেছে সে। তাই এই ছবিতেও আশা করছি একটা ব্যাপারতো থাকবে। আমি আশাবাদী তার পরিচালিত এ প্রথম ছবি নিয়ে।
মানবজমিন