পূর্বময় ডেস্ক :
চলমান ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে দুর্ঘটনাবশত লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বসেন নাম্বার ওয়ান তারকা নোভাক জকোভিচ। আইন অনুযায়ী আসর থেকে বহিষ্কৃত হন তিনি। টেনিসে এমন ঘটনা খুব বেশি নেই।
ডেনিস শাপালোভ
২০১৭ সালের ঘটনা। ডেভিস কাপে ব্রিটেনের কাইল এডমুন্ডের বিপক্ষে সুবিধা করতে পারছিলেন না কানাডার ডেনিস শাপালোভ। ১৭ বছর বয়সী এই তারকা প্রথম দুই সেট হারের পর তৃতীয় সেটেও ছিলেন হারের মুখে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে জোরে বল মারলেন। সেটা গিয়ে আঘাত হানলো আম্পায়ার আর্নোঁ গাবাসের বাম চোখে। ক্ষমা চেয়েও লাভ হয়নি।ম্যাচ রেফারি ব্রায়ান আর্লি অখেলোয়াড়োচিত আচরণের জন্য শাপালোভকে আসর থেকে বহিষ্কারের পাশাপাশি জরিমানা করেন ৭০০০ ডলার।
ডেভিস নালবান্ডিয়ান
২০১২ লন্ডন কুইন্স ক্লাব এটিপি টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে ডেভিস নালবান্ডিয়ান মুখোমুখি হন ক্রোয়েশিয়ার মার্টিন চিলিচের। প্রথম সেট জিতে নেয়ার পর ছন্দ হারান নালবান্ডিয়ান। মেজাজ হারিয়ে এই আর্জেন্টাইন তারকা একটি বিজ্ঞাপনী বোর্ডে লাথি মেরে বসেন। ওই বিজ্ঞাপনী বোর্ড ছিল জাজের আসনের চারপাশে মোড়ানো। নালবান্ডিয়ানের লাথি গিয়ে লাগে জাজের পায়ে। নিয়ম অনুযায়ী চিলিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
টিম হেনম্যান
টিম হেনম্যান ১৯৯৫ উইম্বলডনের পুরুষ দ্বৈতে খেলেন জেরেমি বেটসের সঙ্গে জুটি বেঁধে। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচের চতুর্থ সেট গড়ায় টাইব্রেকারে। বৃটিশ তারকা হেনম্যান মিস করে বসেন একটি শট। রেগেমেগে বল ছুড়ে মারেন তিনি। সেটি গিয়ে লাগে কাছে থাকা বল গার্ল ক্যারোলিন হলের গায়ে। আসর থেকে বহিষ্কৃত হন হেনম্যান-বেটস জুটি।
জন ম্যাকেনরো
আমেরিকান কিংবদন্তি জন ম্যাকেনরো ১৯৯০ সালে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বহিষ্কৃত হন। তখন তিনি ৭বারের একক গ্র্যান্ড স্লামজয়ী তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে মিকায়েল পার্নফোর্সের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হচ্ছিল ম্যাকেনরোকে। ম্যাচ জুড়ে অফিসিয়ালদের গালাগাল করে যাচ্ছিলেন তিনি। সতর্ক করার পরও একই কাজ করে যাচ্ছিলেন। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়া হয় ম্যাকেনরোকে।