কে. এম. সাখাওয়াত হোসেন : রান্না করার সময় একা পেয়ে জাবরাইয়া ধরিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের তেরতোপা গ্রামে। ভিকটিম নানির বাড়িতে থেকে স্থানীয় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে আসছিল। ধর্ষণে চেষ্টাকারীকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশকে খবর দিলে নুরজামালকে (১৯) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক নুরজামাল উপজেলার কালিহালা গ্রামের মো. আব্দুল হেকিমের ছেলে।
এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কলমাকান্দায় থানায় ধর্ষণে চেষ্টা মামলা দায়ের হয়েছে এ তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেন ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে ভিকটিমের নানি ভিকটিমকে রান্নার ঘরে রেখে পাচগাঁও বাজারে যায়। এ সময় ভিকটিম রান্না ঘরে ভাত রান্না করতেছিল। নুরজামাল গোপনে রান্না ঘরে ঢুকে পিছন দিক থেকে ভিকটিমকে জাবরাইয়া ও মুখ চেপে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে মুখ থেকে ধর্ষণে চেষ্টাকারীর হাত সরাইয়া ডাক চিৎকার দিলে আশপাশের এলাকাবাসী ভিকটিমকে উদ্ধার করে এবং নুরজামালকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এলাকাবাসী নুরজামালকে হাতেনাতে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রাত সোয়া ১০টার দিকে ধর্ষণের চেষ্টা মামলা থানায় রেকর্ডভূক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আসামিসহ ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।