পূর্বময় ডেস্ক :
তাইওয়ানের পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসার জানিয়েছে, তারা আগামী নভেম্বরের মধ্যে ভারতের বাজারে নতুন মডেলের ল্যাপটপ আনবে। যেটি ইন্টেলের একাদশ প্রজন্মের কোর প্রসেসরভিত্তিক হবে। ইন্টেলের নতুন প্লাটফর্ম ইভোর মাধ্যমে এ ল্যাপটপ বাজারে আনা হবে বলে জানিয়েছে অন্যতম শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর ইটি টেলিকম।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রযুক্তিপণ্যের বাজার ভারত। অন্যদিকে ভোক্তাপণ্যের বাজারে চীন শীর্ষে অবস্থান করলেও করোনা মহামারী এবং মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের কারণে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে ভারত এখন শীর্ষ গন্তব্য হয়ে উঠছে। এ কারণে দেশটির বাজারে নতুন নতুন প্রযুক্তি পণ্য চালু করতে জোরেশোরে কাজ করছে বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। তারই অংশ হিসেবে দেশটির বাজারে নতুন মডেলের এ ল্যাপটপ আনার ঘোষণা দিয়েছে অ্যাসার।
ভারতে অ্যাসারের চিফ বিজনেস অফিসার সুদহির গয়েল সম্প্রতি ইন্টেলের এক ভার্চুয়াল সম্মেলনে বলেন, ভারতের বাজারে মূলত উৎসবকে সামনে রেখে আমরা নতুন এ পণ্য উন্মোচন করতে চাই। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে জেড সিরিজের এ ল্যাপটপ বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, ভারতে পার্সোনাল কম্পিউটারের সরবরাহের দিক থেকে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাসার। তবে করোনার কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতিষ্ঠানটির সরবরাহ কিছুটা কমেছে। এ সময় দেশটির বাজারে সরবরাহের দিক থেকে প্রতিষ্ঠানটির হিস্যা দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ শতাংশ।