পূর্বময় ডেস্ক :
সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতের মরুর বুকে শুরু হবে বিশ্বসেরা টি-২০ লিগ আইপিএল। অর্থের ঝনঝনানিতে ভরপুর ভারতের এই টি-২০ লিগে এবার থাকছেন না বাংলাদেশের কোনো ক্রিকেটার। সর্বশেষ নিলামে বিক্রি হননি বাংলাদেশি কেউ। তারপরও করোনাকালে আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল খেলার সুযোগ এসেছিল মুস্তাফিজুর রহমানের সামনে। বাঁহাতি এই পেসারকে পেতে চেষ্টা করেছিল আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিসিবি ছাড়পত্র না দেওয়ায় আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের।
আইপিএলে এই পেসারের সাবেক ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মূলত আগ্রহ দেখিয়েছিল। দুটি দলই গত মাসে এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেছিল মুস্তাফিজের সঙ্গে। পরে বিসিবিকেও ই-মেইল পাঠিয়েছিল তারা। কিন্তু বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের অজুহাতে কাটার মাস্টার খ্যাত এই তরুণকে ছাড়পত্র দেয়নি বিসিবি।গতকাল জানতে চাইলে মুস্তাফিজ বলেছেন, ‘কলকাতা থেকে যোগাযোগ করেছিল। তারা আমাকে ও বিসিবিকে মেইল করেছিল। আমাদের খেলা আছে শ্রীলঙ্কায়, তাই এনওসি দেওয়া হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সও কথা বলেছিল। দুটি দলই গত মাসে কাছাকাছি সময়ে কয়েক দিনের ব্যবধানে যোগাযোগ করেছিল।’
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত গত কয়েক দিনের খবর অনুযায়ী এবার সুযোগ পেতে পারেন মুস্তাফিজ। কেকেআরের ইংলিশ বাঁহাতি পেসার হ্যারি গুরনে ইনজুরিতে পড়েছেন। তার জায়গায় মুস্তাফিজকে পেতে চেষ্টা করেছে কেকেআর।তিন টেস্টের শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। দলগত অনুশীলন শুরু হতে পারে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে। মাসের শেষ দিকে লঙ্কাগামী বিমানে চড়বে বাংলাদেশ দল। যেই দলে মুস্তাফিজকে রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচকরা।অবশ্য টেস্টে অনেক দিন ধরেই ব্রাত্য বাঁহাতি এই পেসার। সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। হেড কোচ রাসেল ডমিঙ্গো, টিম ম্যানেজমেন্ট প্রকাশ্যেই বলেছেন, সাদা পোশাকে তাদের পরিকল্পনায় মুস্তাফিজের অবস্থান জোরালো নয়। গত ফেব্রুয়ারিতে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দলে থাকলেও একাদশে ঠাঁই হয়নি এই পেসারের।