মোঃ সাকের খান (মদন থেকে) : নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের মৃত লালু মিয়ার ছেলে মনির উদ্দিন (৫৮) নামের এক মাছ ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাড়ির সামনে মেরা গাছের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরউদ্দীন দীর্ঘদিন যাবৎ মাছ ব্যবসা করে আসছিলেন। তিনি ব্যবসার জন্য প্রায় ১০-১২ লাখ টাকা ঋণ করেছিলেন। ঋণের চাপ সইতে না পেরে শনিবার সকালে আত্মহত্যার খবর পাওয়া যায়।
আত্মহত্যা করার আগে সকালে তার ছেলেদেরকে মাছ কেনার ট্রলার বিদায় করে দিয়ে গোয়াল ঘর থেকে গরু বের করেন। তার একটি গরুর খামারও রয়েছে। আকস্মিকভাবে তিনি আত্মহত্যা করেছেন। তিনি গোবিন্দশ্রী গ্রামের মৎস্য ব্যবসায়ীদের মধ্যে পুরাতন একজন ব্যবসায়ী।
এ ব্যাপারে মদন থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিন গোবিন্দশ্রী গ্রামের মাছ ব্যবসায়ী মনিরুদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।