কে. এম. সাখাওয়াত হোসেন : অন্যান্য শিশুদের সাথে পুকুরপাড়ে খেলার সময় দৌঁড় দিলে পিছলে পানিতে ডুবে ১৩ মাস বয়সি মীম আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রোয়ালবাড়ি আমতলা ইউনিয়নের কলসহাটি পুর্বপাড়া গ্রামে। নিহত শিশু মীম আক্তার একই গ্রামের কামাল মিয়া শিশু কন্যা।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ি পাশে ২০ গজ অদূরে নিজেদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে নিহতের মা ও পরিবারের লোকজন।
পুলিশ ও কলসহাটি গ্রামের স্থানীয় ইউপি সদস্য হামজা জানায়, শিশুটির বাড়ির ২০ গজ অদূরে নিজেদের পুকুরের চারপাশে মাছ চাষের জন্য প্লাস্টিকের নেটের বেড়া দেয়া ছিল। বিকেলে সাড়ে ৫টার দিকে মীম আক্তার অন্যান্য বাচ্চাদের সাথে পুকুর পাড়ে দৌঁড় দিলে পিছল খেয়ে নেটের নিচে ফাঁকা দিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে শিশুটির মা ও ভাই দ্রুত এসে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মারা যায়।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান শিশুটির মৃত্যুর সত্যতা পূর্বময় ডটকমকে নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।