কে. এম. সাখাওয়াত হোসেন : বাড়ির অদূরে পুকুর ঘাটে গোসল করতে গিয়ে পুর্ণ চন্দ্র সরকার নামের ৮৫ বছর বয়সি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পৌর শহরের আদমপুর এলাকায় কালিবাড়ি মন্দিরের পুকুর ঘাটে এ ঘটনা ঘটে। পূর্ণ চন্দ্র সরকার একই এলাকার বাসিন্দা এবং পেশারের রোগী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত পুর্ণ চন্দ্র সরকার সন্ধ্যার আগে নিজ বাড়ির ১০০ গজ অদূরে কালি মন্দির পুকুর ঘাটে গোসল করতে গিয়েছিলেন। গোসল করে বাড়িতে ফিরতে দেরী দেখে পরিবারের লোকজন বৃদ্ধের সন্ধানে মন্দিরের পুকুর ঘাটে গেলে তার মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের মৃতদেহ পানি থেকে উদ্ধার করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সন্ধ্যার পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের পুকুর পাড় ও ঘাট বেশ খাড়া এবং এছাড়া নিহত বৃদ্ধ দীর্ঘদিন ধরে পেশারের রোগী ছিলেন। পারিবারের অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।