কে. এম. সাখাওয়াত হোসেন ; নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাঙ্গারী দোকানে বিস্ফোরনে একজন নিহত ও একজন আহত হয়েছিলেন। সেই বিস্ফোরিত বস্তুটি অবশেষে জানা গেল এটি মর্টারশেল। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল থেকে নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী এ তথ্যটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঙ্গানী দোকানদার কাঞ্চন মিয়া বস্তুটি কিনেছেন আরেকজনের কাছ থেকে। আমরা ওই ব্যক্তিকে খুঁজিতেছি ও তাকে পেলে জানা যাবে সে কোথা থেকে এটি পেয়েছিল। বিশেষজ্ঞরা বলেছেন বস্তুটি মর্টারশেল ও অনেক পুরাতন। নিহত সবুজ মিয়া, কাঞ্চন মিয়া ও তার আহত ছেলে নাহিদ লোভ বা কৌতুহলে কেন্দ্রীভূত হয়ে মূলত বস্তুটি খুলতে গিয়েছিল। শাবল ও হাতুরি দিয়ে মাথায় আঘাত করে এবং এটির বিষয়ে তাদের কোন আইডিয়া ছিল না। আঘাতের ফলে বস্তুটি বিস্ফোরিত হয়। শাবল ও হাতুরি এগুলোর মধ্যে আঘাতে চিহ্ন পাওয়া গেছে।
বিস্ফোরিত মর্টারশেলটি আমাদের না অন্য দেশের সেনাবাহিনীর কিনা এ বিষয়ে প্রশ্ন করলে পুলিশ সুপার জানান, মর্টারশেলটি খুবই পুরাতন। ব্র্যান্ডের মডেলের চিহ্ন থাকলে বিষয়টি বলা যেত। সাইজটি বলতে পারি ২৬ ইঞ্চির মতো লম্বা হবে এটি। কতটুকু দূরত্বে সক্ষমতায় আঘাত হানতে পারে এ প্রশ্নের আলোকে তিনি বলেন, এক্সপার্ট তারা বলতে পারবেন। তবে এটির পিছনের যত বেশি বারুদ দিবেন তত বেশি দূরত্বে যাবে এটি। ভাঙ্গারি দোকানদার যার কাছ থেকে সংগ্রহ করেছে তাকে খোঁজে বের করা সহ তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার ঘটার সময় একজন নিহত ও একজন আহত হয়েছে, কিন্তু অন্যান্য মিডিয়ায় তিনজন আহতের কথা লিখেছে এমন প্রশ্নের উত্তরে একজন নিহত ও একজন আহত হয়েছেন পুলিশ সুপার আকবর আলী মুনসী এ বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
এ ঘটনার পরদিন থেকে নেত্রকোনার পুলিশ সুপার, এন্ট্রি টেরিরিজম ইউনিটের পরিদর্শক (নিরস্ত্র) মো. আজিজুল হক মিয়া সহ তার টিম এবং পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন সহ ওই এলাকায় অবস্থান করছেন। আজ (মঙ্গলবার) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হারুন-অর-রশিদ তিনিও ঘটনাস্থল এলাকায় এসেছেন।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌর এলাকার শিবগঞ্জ বাজার হতে পশ্চিমে দিকে মজিদ মার্কেটে ভাড়া করা কাঞ্চনের ভাঙ্গারী দোকানে বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে অটো মেকানিক সবুজ মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় কাঞ্চন মিয়ার ছেলে নাহিদকে (২৫) প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহত নাহিদ ঢাকা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।