পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের বাঁশাটি গ্রামে আজ ৩০ আগষ্ট মুজিববর্ষ উপলক্ষে বাঁশাটি বিজয় স্পোর্টিং ক্লাবের উদ্যােগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড.আনোয়ার হোসেন। তিনি মুজিববর্ষে বাঁশাটি বিজয় স্পোর্টিং ক্লাবের এই বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচিকে স্বাগত জানান। ক্লাবের সদস্যের সাথে সাথে তিনি এলাকাবাসীকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন বৃক্ষ থেকে সৃষ্ট অক্সিজেন আমাদের জীবন রক্ষা করে। সুতরাং গাছ লাগানো ছাড়া কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন।ক্লাবের সদস্যদের তিনি সারা বছর এই সব কর্মসূচির পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কর্যক্রম চালিয়ে যেতে উৎসাহ প্রধান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রেজুয়ানুল ইসলাম রনি,আব্দুল আওয়াল (পুলিশ),রুহুল আমিন (ইউপি সদস্য) আওয়ামীলীগ নেতা, সুরুজ আলী (সাবেক মেম্বার),আব্দুল মান্নান আকন্দ (সাবেক মেম্বার),শালথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুজ্জামান।
সভাপতিত্ব করেন বাঁশাটি বিজয় স্পোর্টিং ক্লাবের পরিচালক স্বপন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক ৫ নং ধলামূলগাও ইউনিয়ন ছাত্রলীগ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নং ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃত্ববৃন্দ এবং বাঁশাটি বিজয় স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ।