কে. এম. সাখাওয়াত হোসেন : বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আগিয়া ইউনিয়নের ধলাই বিলে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আলাল উদ্দিন (৪২) উপজেলার মহিষবেড় গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলাল সকালে ঘুম থেকে ওঠে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে বাড়ির অদূরে ধলাই বিলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাত হলে ঘটনা স্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন মৃতের বাড়িতে যান এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বজ্রপাতে আলাল উদ্দিনের মুত্যর সত্যতা নিশ্চিত করেছেন।