শিমুল শাখাওয়াতঃ
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচিতে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির উদ্যোগে আজ সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ রেজাউল করিম রনি সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগীয় কমিটি, উপদেষ্টা মোনায়েম হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া,সাধারণ সম্পাদক এমডি লিটন বাদশা, যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মনির, জেলা কমিটির সভাপতি এনামুল হক, সম্মানিত সদস্য জামাল উদ্দিন, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভালুকা উপজেলা আহবায়ক কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী স্বপন, যুগ্ন আহবায়ক শামীম আহমেদ,
সদস্য সচিব মনিরুজ্জামান মনির, মুক্তাগাছা উপজেলা তারাকান্দা উপজেলা ফুলবাড়িয়া উপজেলা”সহ বিভিন্ন উপজেলা থেকে মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধন কে সফল ও সার্থক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি শেখ রেজাউল করিম রনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জয় বাংলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।