স্টাফ রিপোর্টার : ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে তৎকালীন রাষ্ট্রক্ষমতায় থাকা বিএনপি-জামাত চারদলীয় জোটের প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় নারকীয় গ্রেনেড হামলায় মারাত্মক আহত হয়ে ২৪ শে আগস্ট ঢাকা সিএমএইচে মৃত্যুবরনকারী প্রয়াত রাষ্ট্রপ্রতি জিল্লুর রহমানের সহধর্মিনী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী স্মরণে গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক স্বপ্না খন্দকারের ব্যক্তিগত উদ্যোগে তার নিজ বাসভবনে কোরআন তিলাাওয়াত, দোয়া মাহফিল ও হতদরিদ্র ৫০ টি পরিবারের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়।
বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও ময়মনসিংহের আওয়ামী রাজনীতির পরিচিত মুখ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার ও জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে নারী সমাজের উন্নয়নের অগ্রপথিক আমার প্রাণের সংগঠন মহিলা আওয়ামী লীগের কিংবদন্তি নেতা প্রয়াত আইভি রহমান আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছায়াসঙ্গী হিসেবে নারীর ক্ষমতায়নে অসামান্য ভূমিকা রেখেছিলেন।৬৯ এর অভ্যুত্থান,৭১ এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শহীদ আইভি রহমান রাজপথে সক্রিয় ছিলেন এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে নিবেদিতপ্রাণ নেত্রী হিসেবে কাজ করে গেছেন দলের জন্য ।আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।আগস্ট মাস শোকের মাস, এই মাসেরই ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার-পরিজনকে হত্যা করে হয়েছে,২১ আগস্টে ইতিহাসের জঘন্যতম গ্রেনেড হত্যাকাণ্ডে আইভি রহমানসহ ২৪ টি তাজা প্রাণ ঝরে গেছে। আমরা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে চাই, শহীদ আইভি আপার রক্ত বৃথা যেতে পারে না,আমরা নারীসমাজ আইভি আপার অসমাপ্ত কাজ ও স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর কাজ করে যাবো ইনশাল্লাহ।