শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ে তুলুন-সমাজকল্যান প্রতিমন্ত্রী

Date:

Share post:

কে. এম. সাখাওয়াত হোসেন : সমাজকল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে এদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্বাধীনতা বিরোধীরা ৭৫ সালে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে এদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শ ও তার অবদানকে মুঁছে ফেলতে ছেয়েছিল। স্বাধীনতা বিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, এদেশ থেকে এদেশের জনগনের হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শ কখনই মুছে ফেলা সম্ভব নয়।

তিনি বলেন, শুধু শোক দিবস পালন করলেই হবে না, শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

সভার প্রারম্ভে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের স্বরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় ।

নবাগত জেলা প্রশাসক ও পদাধিকার বলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি কাজি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুুুুনসী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল মাহমুদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজ্ঞ পিপি এডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান, দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুর্নেন্দু বিকাশ পাল প্রমুখ।

এ অনুষ্ঠানে নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি একে এম মাজহারুল ইসলাম রানা, নেত্রকোণা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ৪ সেপ্টেম্বর বুধবার...

সড়ক দূর্ঘটনায় পূর্বধলার মেধাবী ছাত্র তানভীর নিহত

পূর্বধলা প্রতিনিধিঃ স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন। বাবা-মা দেশের মুখ উজ্জ্বল করবেন। ছিলেন প্রচণ্ড পরিশ্রমী...

পূর্বধলায় যৌথ অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ৫

শিমুল শাখাওয়াতঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় অভিযান চালিয়ে ম্যাগজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনীর...

পূর্বধলায় মাছ ধরা কে কেন্দ্র করে নিহত ১

মোঃ শাখাওয়াত হোসেন শিমুলঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া গ্রামে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত...