পূর্বধলা প্রতিনিধিঃ আজ শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের বৃষ্টিঝরা শ্রাবণের এই দিনে বৃষ্টির বদলে ঝরেছিল রক্ত। বাংলার ৫৬ হাজার বর্গমাইলের মতো বিশাল জাতির পিতার বুক থেকে ঘাতকের বুলেটের আঘাতে রক্তগোলাপের মতো ঝরেছিল লাল রক্ত। কিন্তু তার অবিনশ্বর চেতনা ও আদর্শ ছিল মৃত্যুঞ্জয়ী। ঘাতকের সাধ্য ছিল না ইতিহাসের সেই মহানায়কের অস্তিত্বকে বিনাশ করে।
বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে নেত্রকোণার জেলার পূর্বধলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান সমন্বয়ক(আইজিপি) পদ মর্যাদা বীর মুক্তিযোদ্ধা মুহ. আবদুল হাননান খান এর উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এদিনে সকাল ৯টায় মুহ. আবদুল হাননান খান এর স্টেশন রোডে বাসার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তারপর আলোচনা সভা ও ১২ জন অসহায় দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের শেষে কাঙ্গালী ভোজন পরিবেশন করা হয়।
উক্ত আলোচনা সভায় ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরফান আলী ফকির এর সভাপতিত্বে, পূর্বধলা উপজেলা যুবলীগের সদস্য গোলাম রউফ ফকির নয়ন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাশেদ খান সুজন, উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, বীর মুক্তিযোদ্ধা আজিজ, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরশাদ শেখ, জেলা কৃষক লীগের সদস্য বাবু সুধাংশু শেখর তালুকদার বিকন, যুবলীগ নেতা আব্দুস সাত্তার, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী তালুকদার প্রমুখ।