কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যেগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে।
কর্মসুচীর মধ্যে ছিল, উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, অফিচার ইনচার্জ মো. শাহানুর এ আলম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
আলোচনা শেষে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং উপজেলা সমাজসেবার পক্ষ থেকে ২০ জনকে বয়স্ক ভাতা, ১০জনকে বিশেষ ভাতা ও ৬০ জনকে শিক্ষা উপবৃওির চেক বিতরন করেন সংসদ সদস্য মানু মজুমদার।
অন্যদিকে দুর্গাপুর চৌকি আদালত ও আইনজীবি সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে দুর্গাপুর চৌকি আদালত চত্বরে সিনিয়র সহকারী জজ মো. জগলুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিনিঃ সহকারী জজ কলমাকান্দা মো. আনোয়ার হোসেন, সিনিঃ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমল সেন সহ আইনজীবি সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ট্রাস্টি বোর্ড, কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর আয়োজিত মিলনায়তনে সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমী আয়োজিত প্রতিরোধ যোদ্বাদের সংবর্ধিত করেছেন একাডেমীর পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীতে বঙ্গবন্ধু হৃদয়ে কবিতা ঊৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, জেলা ট্রাক, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারন সম্পাদক পাভেল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোবারক হোসেন, উপদেষ্টা কদ্দুস আকঞ্জি, বাবুল মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল অপশক্তি রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলেই নতুন করে শপথ নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, তবেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।