কে. এম. সাখাওয়াত হোসেন : ‘মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত অটোরিক্সা শ্রমিক লীগ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশপাশে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নেত্রকোনা জেলা অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সারোয়ার সুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বনজ, ফলদ ও ঔষধী গাছের চারা রোপন করেন।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, বঙ্গবন্ধু পরিষদের দপ্তর সম্পাদক বাবুল সরকার, অটোরিকশা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেমান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অটোরিক্সা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ সারোয়ার সমুন বলেন, শুধু গাছ রোপন করলেই হবে না এগুলো যাতে সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য নিয়মিত পরিচর্যাও করতে হবে। তিনি সবাইকে গাছের চারা রোপনে এগিয়ে আসার আহবান জানান।