পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকানার পূর্বধলা উপজেলায় আজ বুধবার স্বাস্থ্য বিধি অমান্য করে মুখে মাস্ক না পড়ার অপরাধে ১৫ ব্যক্তিকে অর্থ দন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে মোট ৭হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট উম্মে কুলসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি উপজেলা পরিষদ গেইটের সামনের রাস্তায় মাস্ক না পড়া ব্যক্তি ও পথচারীক জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার দায়ে ৩ জনকে ২শত টাকা কর, ১জনকে ১হাজার টাকা ও ১১জনকে ৫শত টাকা কর জরিমানা করা হয়েছে। এ সময় তাদের একটি করে মাস্ক প্রদান করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকব।