রবীন্দ্রনাথ পালঃ
একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী ছিনতাইয়ের শিকার হলে তার লিখিত অভিযোগ নিয়ে মামলা,আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের আশ্বাস দিলেও কোন কিছুই করেননি মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। এমনকি পুলিশের সেই কর্মকর্তা বা তার স্ত্রীকে ফোন করে গত ৭ দিনেও হাই হ্যালো বা কোন শান্তনা দেননি।
সুত্র জানায়,গত ৪ ঠা আগষ্ট ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরা জামারপুর থেকে স্বামীর কর্মস্থলে আসার জন্য বিকালে সিএনজি যোগে তিন কন্যা সহ ময়মনসিংহ রওনা দেয়। পথিমধ্যে
রওশন আরা তার ছোট দুই কন্যাকে নানা বাড়ী মুক্তাগাছা থানার নতুন বাজার নামিয়ে বড় মেয়েকে নিয়ে ময়মনসিংহ স্বামীর কর্মস্থলে রওনা দিলে মুক্তাগাছার সত্রাশিয়া রাত প্রায় এলাকায় তার সিএনজি’র গতিরোধ করে নগদ ৪ হাজার টাকা ও ৪ভরি স্বর্নালংকার ছিনিয়ে নেয়। আকস্মিক এ ঘটনায় আতংকিত হয়ে তিনি বিষয়টি তার স্বামীকে জানান।
তার স্বামী তাৎক্ষণিক বিষয়টি মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাসকে জানান। থানা থেকে ঘটনার সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য এসআই লালমিয়াকে ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি ওসিকে জানান এবংঐ পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশন আরাকে নিয়ে মুক্তাগাছা থানায় যান।
ওসি বিপ্লব সব শুনে একটি এজাহার দিতে বলেন। রওশন আরার লিখিত অভিযোগ পেয়ে রওশন আরাকে বলেন আপনি চিন্তা করবেন না। মামলা হবে,আসামীও গ্রেফতার হবে, মালামালও উদ্ধার হবে আশ্বাস দিয়ে বিদেয় করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ ওয়াজেদ আলী
সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় কোন মামলা হয়নি। এমনকি রওশন আরাকে কোন
কিছুই জানানো হয়নি। বিষয়টি ঐ পুলিশ কর্মকর্তার স্ত্রী
রওশন আরার মনে দারুন ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্বভাবতই তার মনে প্রশ্ন জেগেছে পুলিশের স্ত্রী হওয়ায় তার লুন্ঠিত মালামাল উদ্ধার হবেনা। তবে মামলা না হওয়া,মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেফতার না হবার বিষয়টি তাকে সাত দিনেও কোন কিছু না জানানোয় বেশ ক্ষুব্ধ হয়েছেন।