সাকের খান (মদন থেকে) : নেত্রকোনার মদন উপজেলায় প্রশাসনের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করায় পৌরসদরে ফচিকা ট্রলার ঘাট থেকে ট্রলারসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ আগস্ট) বিকালে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি ট্রলারসহ আটক মো. দ্বীন ইসলাম (৩৫) ও রাহিকুল মিয়া (৩০) তাদের বাড়ি খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালী গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার উচিতপুরে ট্রলার ডুবি ট্র্র্যাজিডিতে ১৮ জন পর্যটক নিহত হয়। পরে ট্রলারে যাত্রী পরিবহনে প্রশাসনের নির্দেশনা জরির পর তা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন, স্বাস্থ্য বিধি না মানা, লাইফ জ্যাকেট ও হাওয়া ভর্তি টিউব ট্রলারে না রেখে খালিয়াজুরী থেকে একটি ট্রলার যাত্রী নিয়ে ফচিকা ট্রলার ঘাটে আসে। খবর পেয়ে মদন থানার পুলিশ খবর পেয়ে ট্রলারসহ দুই জনকে আটক করে।
এ ব্যাপারে ফচিকা ঘাটের ইজারাদার মো. আল-আমিন বলেন, উচিতপুর ট্র্যাজেডির পর উপজেলা প্রশাসন নির্দেশনা মোতাবেক লাইফ জ্যাকেট ও হাওয়া ভর্তি টিউব না থাকার কারণে ট্রলারসহ তাদেরকে আটক করেছে।
মদন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, ঘাটের বৈধতা আছে। কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় তাদেরকে আটক করেছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক জানান উচিতপুর ট্র্যাজেডির পর উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক প্রতিটি ট্রলারে লাইফ জ্যাকেট ও হাওয়া ভর্তি টিউব না রাখা এবং স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী বহন করায় তাদেরকে আটক করা হয়েছে। ট্রলারটি থানা হেফাজতে রয়েছে বলে তিনি জানান।