কে. এম. সাখাওয়াত হোসেন : অভিযুক্তের ভাতিজির সাথে দিনমুজুরের মেয়ে প্রতিবন্ধী (১৩) বাড়িতে নিয়ে ধর্ষনের চেষ্টা কথিত নানার বিরুদ্ধে। স্থানীয়রা জানায় ভিকটিম সরকারের প্রতিবন্ধী ভাতা সুবিধাভোগী একজন প্রতিবন্ধী শিশু।
এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামে। অভিযুক্ত প্রতিবেশি কথিত নানা আবু তাহের ওরফে আবুল (৫০) ওই গ্রামের আমির হোসেন ওরফে তারুর ছেলে। সে পেশায় একজন পান ব্যববায়ী।
রবিবার দুপুরের সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টার চলছে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কথিত নানা পালিয়ে যায় এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভিকটিমের ভগ্নিপতি পূর্বময়কে জানায়, ঈদের দুই দিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত আবুল ভিকটিমের বাড়ির পাশে তার ভাইয়ের বাড়িতে আসে গরুর জন্য খড় নিতে। খড় নিয়ে যাবার সময় অভিযুক্তের শিশু ভাতিজি বায়না ধরে চাচার সাথে তার বাড়িতে যাবে। পরে আবুল নিজ ভাতিজিকে কোলে নিয়ে ভিকটিমের পরিবারের সম্মতিতে ভিকটিম খড়ের বোঝা নিয়ে নানা আবুলের সাথে বাড়িতে যায়। ওই রাতে আবুলের পরিবারের লোকজন না থাকায় অভিযুক্ত ভিকটিমের কাপড় খুলে শরীরের স্পর্শ কাতর স্থানে ও যৌনাঙ্গে স্পর্শ করে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে ভিকটিম বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানালে পারিবারিকভাবে মীমাংসার পর্যায়ে চলে যায়। কিন্তু ভিকটিমের বড় বোন ও ভগ্নিপতি চাকুরির সুবাদে বাড়িতে না থাকায় পরে বাড়িতে এসে রবিবার স্থানীয়ভাবে বিচার শালিশী জমায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে হাজির হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম রবিবার রাত সাড়ে সাতটার দিকে পূর্বময়কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূইজন এসআই সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতিবন্ধী শিশুর ধর্ষনের চেষ্টা ঘটনার সত্যতা পাওয়ায় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।