বাবলী আকন্দঃ মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ছায়া সঙ্গিনী ছিলেন। বঙ্গবন্ধু রাজনৈতিক জীবনে লড়াই সংগ্রাম করে গেছেন, বিশ্বে শ্রেষ্ঠ নেতা হওয়ার পেছনে অনুপ্রেরণাই ছিলেন তাঁরই অর্ধাঙ্গিনী। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার জীবনের দুইটা অবলম্বন আছে। আত্মবিশ্বাস এবং আমার স্ত্রী। পেছনে থেকে স্বামীকে অনুপ্রেরণা দিয়ে গেছেন বঙ্গমাতা। তাঁর অতি সাধারণ জীবন যাপন অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আজ ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকীতে করোনাকালীন এ সময়ে ময়মনসিংহের জেলা প্রশাসন আয়োজিত জুম ওয়েবিনারের মাধ্যমে বঙ্গমাতার জীবনী নিয়ে আলোচনা ও ৮৪ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে জুম ওয়েবিনারের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড.জহিরুল হক, সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ালীগের সভাপতি এহতেশামুল হক, জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, নারী উদ্যোক্তা সহ অনেকেই। করোনা আক্রান্ত হয়েও অসুস্থ শরীর নিয়ে এমন একটি মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপনসহ ভূয়সী প্রশংসা করেন।