মোঃ নজরুল ইসলামঃ নেত্রকোনা জেলার পূর্বধলায় পূর্বধলা উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মদিন, কেক কাটার মধ্যে দিয়ে জাঁকজমক পূর্ন ভাবে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে পালন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা পূর্বধলা উপজেল শাখার চেয়ারম্যান মনি রানী কর্মকার বলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ওনার সহধর্মিণী পারভীন খানম মনি এমপির অনুপ্রেরণায় আজকের এই আয়োজন। তিনি আরও বলেন, “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক”
এই কথাটাই আমাদের নারীদের মনে শক্তি জোগায়। বঙ্গমাতা ছিলেন নারী জাগরণের মূর্তমান প্রতীক।
অনুষ্ঠান শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যােগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৬ জন প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ, অসহায়,প্রতিবন্ধী মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী, উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ুব আলী,আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মুজিবর, আওয়ামীলীগ নেতা নির্মল চন্দ্র কর্মকার প্রমুখ।