কে. এম. সাখাওয়াত হোসেন : সোমেশ্বরী নদীতে দুই ভাই গোসলে গিয়ে এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৮ আগষ্ট) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের ৫নং ওয়ার্ডের মজিবনগর এলাকায় সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ রাইদুল (১৪) একই এলাকার সুন্দর আলী ছেলে এবং খালাতো ভাই রূপচানকে (৮) বাঁচাতে গিয়ে সে নিখোঁজ হন। বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রতিবেদন লেকা পর্যন্ত নিখোঁজকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
প্রত্যক্ষদর্শী দুর্গাপুর আলীয়া মাদ্রাসা শিক্ষার্থী নাঈম জানায় যায়, দুপুরের পরে রইদুল তার খালাতো ভাই রূপচানকে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে আসে। তারা দুই ভাই গোসলে নামলে রূপচান পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে রাইদুল ডুব দিলে নিখোঁজ হয়।
পরে আমি রূপচানকে উদ্ধার করি ও চিৎকারে করে আশপাশের লোকজনকে ডাকতে থাকি। দুর্গাপুরের ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার চেষ্টা চালায়। এরই মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ হতে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে উদ্ধার অভিযানে অংশ নেয় বলে এই প্রত্যক্ষদর্শীর বলেন।
এ ব্যপারে দুর্গাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী নদীতে ডুবে রাইদুলের নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।