সাইফুল আরিফ জুয়েল, মোহনগঞ্জ (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ৯জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, হাবিবুর রহমান কাসেম (৫০), হুমায়ুন কবির (৬৫), আবদুর রহমান (৫৯), শাখাওয়াত (৬০), মো. সোহেল (২৫), রাজু (১৩), রুবেল (৪০), কিরণ (৫৪), ও বাপ্পি (১৫)। এদের মধ্যে শাখাওয়াত ও হুমায়ুন কবিরকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, নেহারা গ্রামের হাবিবুর রহমান কাসেম ও সাবেক চেয়ারম্যান স্বপন এর মধ্যে পূর্ব শত্রুতার জেরে এই সংঘর্ষ বাঁধে। কাসেম পক্ষের লোকজনের উপর অতর্কিত হামলা চালায় স্বপন চেয়ারম্যানের লোকজন। ফলে কাসেমসহ তার দলের নয়জন আহত হয়।
হামলার শিকার হাবিবুর রহমান কাসেম জানায়, স্বপন চেয়ারম্যানের বাড়ির সামনে আমাদের ফিশারিতে কর্মরত লোকদের জন্য খাবার নিয়ে গিয়েছিল ছোট বাচ্ছারা। এ সময় স্বপনের লোকজন তাদের মারধর করে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় মামলা করা হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান, পরিস্থিতি নিয়ন্ত্রণের রয়েছে। পরিদর্শক (তদন্ত) আখতার উজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অমোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতার উজ্জামান পূর্বময়কে জানান, কাসেমের খালাতো বোন পপি ও চেয়ারম্যান পক্ষের লোক সোহেলের সাথে বিয়ের পর থেকে দুই পক্ষের মধ্যে ছোট খাট বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় পূর্ব থেকে। এই পূর্ব শত্রুতার জেরে কাসেমের মাছের খামারে লোকজনের জন্য খাবার নিয়ে গেলে হামালা ঘটনার ঘটে।