কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা জেলার মদন উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত উচিতপুরে ট্রলারে করে আনন্দ ভ্রমন করতে এসে ট্রলার দুর্ঘটনায় ১৮ জন মাদরাসার ছাত্র শিক্ষকের অকাল মৃত্যুর ঘটনায় শুক্রবার (৭ আগষ্ট) বাদ জুমা নেত্রকোনা জেলার সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে নেত্রকোনা জেলা উলামা মাশায়েখ পরিষদ এই বিশেষ কর্মসূচী পালনের ঘোষনা দেন।
নেত্রকোনা জেলা উলামা মাশায়েখ পরিষদের আহক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এবং মানবতার বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী মুহাম্মদ আব্দুর রহীম এক প্রেস বিজ্ঞপ্তিতে ট্রলার দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র শিক্ষকের অকাল মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উক্ত দোয়া মাহফিল কর্মসূচি পালনের জন্য নেত্রকোনা জেলার সকল মসজিদ সমূহের ইমাম ও খতীবদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।