পূর্বময় ডেস্কঃ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া বাজার এলাকার সাইফুল ইসলাম নামে এক অবৈধ মজুদদারকে আটক করেছে র্যাব ১৪। গত ২৯ জুলাই মধ্যরাতে মেসার্স আজিজ ওয়েল মিলস এ র্যাব ১৪ অভিযান চালায়। এসময় অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল, ২১১৬২ লিটার সয়াবিন তেল এবং ১ টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর একজন ডিলার ভালুকজানের সাইফুল। তিনি দীর্ঘদিন যাবত টিসিবির নিয়মনীতি না মেনে টিসিবির পণ্য অধিক মুনাফা লাভের প্রত্যাশায় ডাল, চিনি এবং সয়াবিন তেল মজুদ রেখে কালোবাজারি করে বিক্রয়ের উদ্দেশ্যে তার গুদামে রেখে চড়া মূল্যে বিক্রি করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
র্যাব ১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ তফিকুল আলম স্বাক্ষরিত র্যাব ১৪ /১৪৫২৬/লিঃ ও মিঃ তাং, ৩০ জুলাই,২০২০ নং স্মারকে এ তথ্য জানানো হয়।