কে. এম. সাখাওয়াত হোসেন : করোনায় কর্মহীন হয়ে পড়া লোকজন চরম বিপাকে। এরই মাঝে বন্যার আকস্মিক আক্রমণ। পানিবন্দি হয়ে পড়েছে ভাটি বাংলার মানুষ।
অনাহারে, অর্ধাহারে দিন কাটছে এ অঞ্চলের দিন এনে দিন খাওয়া মানুষদের। সামনে যে ঈদ তা যেন ভুলেই গেছে বন্যাদুর্গত দুর্গাপুর এলাকার মানুষজন। পাহাড়ি ঢল যেন ভাসিয়ে নিয়ে গেছে তাদের জীবনের সব আনন্দানুভূতি।
এই অসহায় লোকজন যখন হতাশার মাঝে দিনাতিপাত করছিল তখনই তাদের মুখে হাসি ফোটালেন পরিচালক জনাব মোঃ জিয়াউল হাসান, জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব), আনসার ও ভিডিপি নেত্রকোণা। কখনো গুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো ভারি বর্ষণ, চারদিকে বন্যার অথৈ জল। সব প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি চলে আসেন বন্যার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের মাঝে পবিত্র ঈদ উল আযহার আনন্দ বিলিয়ে দেয়ার প্রয়াসে।
তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) ১১টায় নেত্রকোণা জেলাধীন দূর্গাপুর উপজেলার বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে তুলে দিয়েছেন ঈদ উপহার সামগ্রী।
এ উপহার সামগ্রী অসহায় পরিবারগুলোর মাঝে ফিরিয়ে আনে ঈদের আমেজ। পরিচালক জনাব জিয়াউল হাসান ও দূর্গাপুর উপজেলার আনসার ও ভিডিপ‘র সকল শ্রেণির কর্মকর্তা-কমচারী, দলনেতা-দলনেত্রী ও কমান্ডারদের সহায়তায় বন্যার্ত অসহায় পরিবারগুলোর মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুড়া দুধ ও সাবান বিতরণ করা হয়। অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হাতে হাতে তুলে দিতে পেরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
বর্তমান মহামারী করোনা ভাইরাসের থেকে রক্ষার পাওয়ার জন্য সদা সতর্কতা অবলম্বন করে সকলকে মুখে মাস্ক ব্যবহারে উৎসাহিত করেন, পাশাপাশি সাবান দিয়ে হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ প্রদান করেন।