স্টাফ রিপোর্টারঃ
স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ি, করোনার বিস্তার রোধ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে মাস্ক পড়া ও মাস্ক বিতরণ ক্যাম্পেইন (Wear Your Mask Campaign)-এ ময়মনসিংহ সিটির ১২টি পয়েন্টে গত ২৮ জুলাই দিনব্যাপী জনসাধারণকে মাস্ক পড়ায় উৎসাহিত করতে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করেছে আর্জেন্ট ওয়ান, জরুরী স্বেচ্ছাসেবী টীম।
আর্জেন্ট ওয়ানের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী সৈয়দা সোলিমা আজাদের নেতৃত্বে সকল আর্জেন্ট ওয়ান উক্ত কর্মসূচীতে অংশগ্রহন করেন।
এ সময় ২০০টি মাস্ক বিতরণ করেছে টীম আর্জেন্ট ওয়ান।
যে ১২টি পয়েন্টে আর্জেন্ট ওয়ান মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করেছে-
১। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মুখে
২। ময়মনসিংহ প্রেস ক্লাব এর সামনে
৩। ফিরোজ জাহাঙ্গীর চত্বর, গাঙ্গিনারপাড় মোড়ে
৪। ইউ.এন.ও অফিসের সামনে
৫। পাটগুদাম ব্রিজ মোড়
৬। পালিকা শপিং সেন্টার এর সামনে
৭। নতুন বাজার রাস্তার পাশে ফলের দোকানের বিপরীতে
৮। টাউন হল মুজিব ফলকের সামনে
৯। কাঁচিঝুলি মোড় রুপালী ব্যাংক টাওয়ার সংলগ্ন
১০। কাঠগোলা বাজার
১১। খাগডহর ঘুন্টি বাজারে
১২। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে
.
সকাল ১১ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে মাস্ক পড়া ও মাস্ক বিতরণ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি উদ্বোধনকালে সরকার ঘোষিত আইনগত বাধ্যবাধকতা অনুয়াযী করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে সকল নাগরিককে মাস্ক পড়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান স্বাগত বক্তব্যে সবাইকে যার যার অবস্থান থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
আর্জেন্ট ওয়ান ক্যাম্পেইনে সর্বস্তরে ব্যাপক সাড়া পেয়েছে।আর্জেন্ট ওয়ান জেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের এই ক্যাম্পেইনে যোগদানের সুযোগ করে দেওয়ার জন্য।
আর্জেন্ট ওয়ানের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী সৈয়দা সোলিমা আজাদ সদস্য, ভলান্টিয়ার, সাধারণ জনগণ যারা এই সামাজিক আন্দোলনে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এটা একদিনের সামাজিক আন্দোলন নয়। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সচেতনতার বিকল্প নাই।
সরকারি নির্দেশ মেনে চলব, মাস্ক ব্যাবহার করব।