আরাফাত হোসেন তালুকদার :
নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।গত মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০ দিকে সাংবাদিক নজরুলের অনুসন্ধানে পুলিশ অপরাধি মো. বাপ্পি মিয়াকে (২৫) আটক করতে সক্ষম হন।
দীর্ঘ একমাস ২২দিন সাংবাদিক নজরুলের অনুসন্ধানী তৎপরতায় উপজেলার রেলস্টেশন বাজারে সাগর মোবাইল সার্ভিসিং এর দোকানের কর্মচারী ও হাটধলা গ্রামের নেপালের ছেলের অনিকের (২০) কাছে মোবাইলটির সন্ধান পাওয়া পান ।পরবর্তীতে অনিকের স্বীকারোক্তিতে জামতলাস্থ নিবাসী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি বাসা থেকে চিহ্নিত অপরাধি মো. বাপ্পি মিয়াকে পুলিশের এস আই কবির হোসেন, সহকারি উপ-পরিদর্শক (এএস আই) রেজাউল ও মঞ্জুরুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মোবাইল সেট সহ অপরাধীকে থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, বিশ্ব যখন করোনা ব্যধিতে আক্রান্ত, আতংকিত ও প্রতিদিন বিশ্বজুড়ে যখন যোগ হচ্ছে হাজারো হাজার লাশের মিছিল ঠিক সেই উদ্ভূত পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হন মোছা. জুলেখা আক্তার (৩৯)।
চাকুরির সুবাধে তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি এটেনডেন্ট ও কেন্দুয়া উপজেলার মোজাফফর পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আফতাব উদ্দিন ভূইয়ার মেয়ে।
জুলেখা গত ৩ মে করোনায় সংক্রমিত হয়ে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইশোলেশন সেন্টারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মে রাতে কে বা কাহারা আইশোলেশন কক্ষ থেকে মোছা. জুলেখা আক্তারের একটি শাওমি রেডমি নোট-৫ মোবাইল ও একটি l-60 symphony বাটন সেট, নগদ টাকা সহ ব্যানিটি ব্যাগটি চুরি করে নিয়ে যায়। দীর্ঘ একমাস ২২দিন পর সাংবাদিক নজরুলের তৎপরতায় অবশেষে অপরাধীকে আটক করতে পেরেছে পুলিশ।
এ ব্যাপারে পূর্বধলা থানার এসআই কবির হোসেন পূর্বময় ডটকমকে বলেন,বাপ্পি মিয়া আরো অনেক অপরাধের সাথে জড়িত তার নামে আরোও মামলা আছে, তাকে আজ চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।