প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সারাদেশে পাঁচ হাজার গণমাধ্যমকর্মীদের অনুদান প্রদান

Date:

Share post:

 

বাবলী আকন্দঃ বর্তমানে বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করছেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু তাঁরাও এ পরিস্থিতিতে আজ অসহায় হয়ে পড়েছেন। অনেক সাংবাদিকগণ বেকার হয়ে পড়েছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের জন্য তাঁর বিশেষ তহবিল থেকে দেশের ৬৪ টি জেলায় ৫০০০ জন সাংবাদিকদেরকে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে এ অনুদান দেয়া হচ্ছে। এছাড়া উপজেলা পর্যায়ের আরো ১০,০০০ জন মূল ধারার গণমাধ্যমকর্মীদের অনুদান দেয়ার প্রস্তাব করা হয়েছে। ময়মনসিংহ জেলায় ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ৭১ জনকে এ অনুদান দেয়া হয়েছে।

ধর্ম, দল, মত, নির্বিশেষে এ দেশ সবার। একমাত্র এই বিষয়টি বলার সাহস, যোগ্যতা শুধুমাত্র বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার আছে। অনেকে ডিজিটাল আইনের উদাহরণ টেনে বলেন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে কিন্তু কাউকে হেনস্থা,শায়েস্তা করা তথা উদ্দেশ্যপ্রণোদিত হয়েও ডিজিটাল আইন করা হয়নি।সংবাদপত্রের স্বাধীনতা গত ১২ বছরে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অবাধ বিচরণ করতে দিয়েছেন,এর চেয়ে উদারতা আর কোন সরকার দেখায়নি। তথাকথিত খালেদা জিয়া সরকার এ উদারতা দেখাতে পারেননি। গতকাল ২৬ জুলাই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর আয়োজনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) এর সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এর বক্তব্যে এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি।

এসময় তিনি বলেন, আমি নিজে ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে যেভাবে বিএনপি জামায়াতের সাথে লড়াই করেছি তাতে দলের অনেক নেতারাই সেভাবে করেননি। জামাত শিবিরকে দৌড়ে নিয়ে গেছি। ১৯৯৩ থেকে ২০০০ পর্যন্ত সকলেই স্বাক্ষ্য দিবে। সাবেক ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান স্যারও বলতে পারবেন। গাঁয়ে বিশুদ্ধ রক্ত আছে আমাদের। সেই রক্ত কখনো দূর্নীতিকে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে আপোষ করে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমরা গড়বোই।

এছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের আবেদনের প্রেক্ষিতে ২০টি কম্পিউটারসহ একটি ল্যাব আগামী এক মাসের মধ্যে স্থাপন করার কথা দেন তথ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। উপস্থিত ছিলেন জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং টাঙ্গাইলের সিনিয়র সাংবাদিকসহ ময়মনসিংহের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

বারহাট্টায় ৩০তম বিসিএস এসোসিয়েশন কর্তৃক ত্রাণ সামগ্রী বিতরণ

কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের...

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ ভাসল ২ দিন পর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আদিবাসী যুবক রুয়েল রিছিল (২৮) এর মৃতদেহ...

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫৫) ঢাকা (রাজধানী) থেকে গ্রেফতার করা...

দুর্গাপুরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পানিতে ডুবে রুসমত খান (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার (০৭...