কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌরশহর ও এর আশপাশ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পৌর শহরের সব ক’টি গুরুত্বপুর্ন স্থানগুলোতে ৫৮টি সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রবিবার (২৬ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে পৌর শহররের গুরুত্বপুর্ন এলাকা গুলোতে দশ লক্ষ টাকা ব্যয়ে এ সকল সিসি ক্যামেরার উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
এ উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন সুপার আকবর আলী মুন্সী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, পৌর প্রকৌশলী নওশাদ আলম, পৌর কাউন্সিলর মো. মতিউর রহমান, দুর্গাপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক বাপ্পি সাহা প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাটি একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বটে। সেই সাথে অপরাধ প্রবণতার অনেকটা ঝুঁকিও থাকে। এ উপজেলায় কর্মরত দক্ষ ও চৌকস পুলিশ অফিসারদের নেতৃত্বে অপরাধ প্রবণতা দিন দিন কমতে শুরু করেছে।
আর অপরাধ নির্মূলে সহায়ক হিসেবে অপরাধীদের শনাক্ত করতে পৌর সদরের সবক’টি মোড়ে সিসি ক্যামেরা প্রকল্পটি নিঃসন্দেহে প্রশংসনীয় ভুমিকা রাখবে। আর অপরাধী যত বড়ই হোক, অপরাধ করে পার পাওয়ার কোন সুযোগ নেই বলে হুসিয়ারী দেন তিনি।