শিমুল শাখাওয়াতঃ
নেত্রকোনার পূর্বধলায় “শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ (১৯ জুলাই) বুধবার উপজেলা আনসার ভিডিপি’র উদ্দ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও সরকারি স্থাপনায় ১২০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজেরা খানম প্রমুখ।