কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনা জেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে ব্যাটারিত চালিত অটোরিকশা (ইজিবাইক) উল্টে চালক শাহ আলম (৩৫) নিহত হয়েছেন।
রবিবার (১৯ জুলাই) সকালে আঠারবাড়ি থেকে যাত্রী নিয়ে কেন্দুয়া আসার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে যাত্রীরা তেমন আহত হননি।
চালক শাহ আলম মিয়া কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপরা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,
সকালে শাহ আলম পাশ্ববর্তী ইশ্বরগঞ্জ থানার অাঠারবাড়ি থেকে তার নিজের অটোরিকশা চালিয়ে কেন্দুয়ার দিকে আসছিলেন।
পথে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ফেনারগাতি মোর এলাকায় আসলে একটি বাচ্চা রাস্তা পার হতে গিয়ে সড়কের উপরে চলে আসে।
এসময় চালক অটোরিকশাটি ব্রেক করতে গিয়ে উল্টে পড়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাহ আলম মারা যান। তবে অটোরিকশায় থাকা যাত্রীরা তেমন কোন আহত হয়নি।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোচালক শাহ আলম রাস্তায় একটি শিশু বাচ্চাকে বাঁচাতে গিয়ে আহত হয়।
পরে লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।