পূর্বময় ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ১৮ জুলাই কোরবানি পশু হাট এবং কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে মসিক মেয়রের কক্ষে অনুষ্ঠিত হয়।
সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু বৈঠকে কোরবানি পশু হাটের স্বাস্থ্যবিধি রক্ষা এবং সুষ্ঠু হাট পরিচালনায় করনীয় নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এসময় মেয়র গরুর হাটে ওজন বা দাম ভিত্তিক একাধিক জোনে গরু বিভক্তিকরণ, হাটে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাকরণ, সচেতনতা বৃদ্ধিতে নানা প্রচারণার সহ নানা বিষয় তিনি উল্লেখ করেন। এছাড়া, পশু কোরবানির পর স্বল্পতম সময়ে যেন সিটি এলাকা বর্জ্যমুক্ত হয় সে বিষয়ে বর্জ্য ব্যবস্থাপনা শাখাকে নির্দেশও প্রদান করেন।
সভা শেষে মেয়র কর্মকর্তাগণকে সাথে নিয়ে কাচারি ঘাটের প্রস্তাবিত পশু
হাট এলাকা সরেজমিন পরিদর্শন করে কর্মকর্তাগণকে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেন।
এসময় সিটি মেয়রের সাথে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজীব কুমার সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বাজার কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।