পূর্বময় ডেস্কঃ করোনাসহ প্রাণঘাতী মহামারী রোগের ভুয়া সার্টিফিকেট ইস্যু, প্রাণ রক্ষাকারী ঔষধসহ চিকিৎসা সামগ্রী জালিয়াতির সাথে সম্পৃক্ত সকলের মৃত্যুদন্ড কিংবা আমৃত্যু কারাদণ্ডের বিধান রেখে আইন প্রনয়ণ এবং স্বাস্থ্য খাতে বিরাজমান অরাজকতা ও দুর্নীতি বন্ধের দাবীতে ১৬ জুলাই শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে জনউদ্যোগ, ময়মনসিংহ এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এড নজরুল ইসলাম চুন্নু এর সভাপতিত্বে এড শিব্বির আহমেদ লিটন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলার মুখের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন, এড আব্দুল মোতালেব লাল, এড আবুল কাশেম, সজল কোরায়সী। এতে উপস্থিত ছিলেন আইইডির নাসরিন বেগম, কবি আলী ইউসুফ, এড মতিউর রহমান ফয়সাল, মমিনুর রহমান প্লাবন, শামীম আশরাফ, সাফরান আহমেদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তাগণ বলেন, করোনাকালীন দেশের এই দূর্যোগে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এই উদ্ভুত পরিস্থিতি উত্তোরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ঠিক তখনি সাহেদ আর সাবরিনাসহ স্বাস্থ্য খাতে অন্যান্যদের এ দূর্নীতি বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। ভুয়া সার্টিফিকেট উপস্থাপনের মধ্য দিয়ে বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুন্ন, প্রাণ রক্ষাকারী ঔষধসহ চিকিৎসা সামগ্রী জালিয়াতির সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখার আইন চালু করার দাবী জানান।