বাবলী আকন্দঃ
দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ারুল আলম নোমান এর ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৫ জুলাই দৈনিক আজকের বাংলাদেশ কার্যালয়ে স্মরণ আলোচনার আয়োজন করা হয়।
দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় স্মরণ আলোচনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সাবেক ছাত্রনেতা এবং ময়মনসিংহ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাষানী, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক রবীন্দ্রনাথ পাল, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি ও সংগঠক আলী ইউসুফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ সংবাদ এর সাংবাদিক এম এ কাশেম, ডিবিসির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল।, অধ্যাপক আহমেদ শরীফ মামুন,দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক বাবলী আকন্দ এবং এপেক্সিয়ান আশরাফুল ইসলাম।
আলোচকবৃন্দ সারোয়ারুল আলম নোমানের জীবন, কর্ম এবং নীতি আদর্শকে তুলে ধরে বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, নোমানসহ প্রয়াত গুণী সহকর্মীদের আমরা সময় সময় স্মরণ করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি।