অমৃত চন্দ্র দাস : নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা যুবলীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকালে খালিয়াজুরি উপজেলা কলেজ মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়। শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে ৫ কেজি করে চাউল,১ কেজি আলু, ৫০০গ্রাম ডাল,ও ওরসেলাইন ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যুবলীগের আহব্বায়ক আরিফুল ইসলাম ফালাক।
ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আহাদনুর মিয়া,আরাধন দত্ত রায়, অঞ্জন সরকার ও ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ, আকির হোসেন প্রমুখ।
বন্যাকবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী সময় যুবলীগের আহব্বায়ক আরিফুল ইসলাম ফালাক বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সেবা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকার নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। ত্রাণ সামগ্রী বিতরণ সময়ে খালিয়াজুরি উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।