কে. এম. সাখাওয়াত হোসেন : নিজের ডিঙ্গি নৌকা বেয়ে বাজারে আসারে পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যার আগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পোগলা ইউনিয়নের জীবনপুর হতে শুনোই বাজারের মাঝামাঝি একটি জলাশয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত আক্কেল আলী (৪০) উপজেলার জীবনপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে এবং পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার আগে আক্কেল আলী শুনোই বাজারে উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের বাড়ি জীবনপুর হতে ডিঙ্গি নৌকা নিয়ে বের হন। জীবনপুর হতে সুনাই বাজারের মাঝামাঝি স্থানের একটি জলাশয়ে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার ভিজা লগি অসাবধানতাবশত পল্লী বিদ্যুৎের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পরে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আক্কেল আলীকে মৃত ঘোষনা করেন।
নিহতের এলাকার স্থানীয় ইউপি মেম্বার জুয়েল আহমেদ বিদ্যূৎস্পৃষ্টে আক্কেল আলীর মৃত্যু সত্যতা নিশ্চিত করছেন।