শিমুল শাখাওয়াতঃ ‘মুজিব বর্ষের আহবান- তিনটি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে আর্জেন্ট ওয়ান, জরুরী স্বেচ্ছাসেবী টীম আজ ১১ই জুলাই, ২০২০ইং, রোজ শনিবার ময়মনসিংহ সদরের ভেটেরিনারি ট্রেনিং ইন্সটিটিউট প্রাঙ্গণে গাছ লাগানোর মধ্যে দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সম্পন্ন করেছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন কর্মসূচির প্রধান অতিথি ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোঃ সাইফুল ইসলাম। এই সময় সংগঠনের প্রধান সমন্বয়ক সৈয়দা সেলিমা আজাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বৃক্ষরোপন করেন ময়মনসিংহ উন্নয়ন সংঘ (মউস) এর সভাপতি জি.এম. রহমান ফিলিপ।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি নাগরিকদের তিনটি করে গাছ লাগানোর আহ্বান করেছেন, সেই আহবানে সাড়া দিয়ে আর্জেন্ট ওয়ান টীম বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করায় ইউ.এন.ও তার শুভেচ্ছা বক্তব্যে আর্জেন্ট ওয়ান টীমকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে এই ডাকে সাড়া দিতে আহবান জানান।
আর্জেন্ট ওয়ান টীমের প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজকর্মী সৈয়দা সেলিমা আজাদ জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণের মাধ্যমে গ্রামীণ ও নগর জনপদে সবুজ আচ্ছাদন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন এবং এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য টীমের সকল স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আর্জেন্ট ওয়ান প্রতিবছর এ কার্যক্রম চালু রাখবে এবং এর পরিসর বৃদ্ধি করবে সে আশাবাদ ব্যাক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
সেইসাথে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশন এর ৩৩ টি ওয়ার্ডেই আর্জেন্ট ওয়ান এর স্বেচ্ছাসেবীরা বৃক্ষরোপণ করবেন বলে তিনি ইউএনও কে অবগত করেন।
আর্জেন্ট ওয়ান টীমের সদস্যবৃন্দের পক্ষ থেকে ইউ.এন.ও কে স্মারক গাছ উপহার দেওয়া হয়। এই সময় কৃষ্ণচূড়া, বকুল এবং সেগুন গাছ রোপণ করে তা সুরক্ষার জন্য বেড়ায় আবদ্ধ করা হয়।
আর্জেন্ট ওয়ান এর স্বেচ্ছাসেবী দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী জয়িতা আকিকুন্নাহার, মোঃসাইফুল ইসলাম, শামছুন নাহার হেলেনা, নূর মোহাম্মদ সুমন, ইলিয়াস উদ্দিন রাশেদ, মোঃ রিজভী হাসান, মোবারক হোসেন, সৈয়দ আমিনুল ইসলাম, নাজমুস সাকিব খান, সোহানূর রহমান, মোঃ আশরাফুল ইসলাম , রাকিব মাহমুদ, মোঃ কামাল হোসাইন, সপ্তবর্ণা সোমা, শাকিলা পিংকি, আকিকুন্নাহার, জাকিয়া আক্তার পাপড়ি, নাজিফা আক্তার, শুভ আহমেদ, প্রদীপ চন্দ্র ঘোষ, মোঃ নজরুল ইসলাম ও তাজমিনুর রহমান নাফি।