পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
”মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা বিশ্বের ন্যায় এই দিবসটি উদযাপিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. হাবিবুর রহমান।
এসময় বিভিন্ন আঙ্গিকে অবদানের জন্য কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।