কে. এম. সাখাওয়াত হোসেন : নেত্রকোনার চারটি উপজেলার ৭১ জন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য ৩৫ লক্ষ ৫০ হাজার করে টাকার চেক বিতরণ করে জেলা সমাজসেবা কার্যালয়।
শনিবার বেলা ১২ টায় শহরের পারলাস্থ কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এ সকল চেক তুলে দেন।
এসময় জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও মন্ত্রীপত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক পৌর কাউন্সিলর এস এম মহসীন আলম ও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনী, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর এ বারদ্দ দেয়।
এ দিনে জেলার নেত্রকোনা সদর, বারহাট্টা, আটপাড়া ও পূর্বধলা উপজেলার মোট ৭১ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। পর্যায়ক্রমে জেলার ১০ উপজেলার মধ্যে বাকি উপজেলায় দেয়া হবে।
এ নিয়ে গত চারমাসে মোট ৫১১ জনকে ২ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়।